পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. রিয়াদ মালকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ড. রিয়াদ মালকি সম্প্রতি এক শুভেচ্ছা পত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় ড. রিয়াদ মালকি উল্লেখ করেন, ‘আমাদের দুদেশের এবং জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত।’
তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে আস্থাশীল যে, আগামী বছরগুলোতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সকল পর্যায়ের সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং সবসময় তাদের ন্যায় সঙ্গত অধিকারের পক্ষে থাকার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি ড. মোমেনের সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।