পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে রেক্স টিলারসনকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন । একই সঙ্গে নিোগ দিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। পদটিতে নিয়োগ দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা, সিআইএ’র প্রধান মাইক পম্পেওকে।

মঙ্গলবার আকস্মিক এক ঘোষণায় এই সিদ্ধান্ত দেন ট্রাম্প।

টুইট বার্তায় মার্কিন প্রেসিডন্ট এ সিদ্ধান্তের কথা জানান। নতুন মন্ত্রী হিসেবে পম্পেও তার সফলতার স্বাক্ষর রাখবেন বলে আশাবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ট্রাম্প টিলারসনকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যে কাজ করেছেন, তার জন্য।

মাইক পম্পেওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী বানানোর পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধানের পদে জিনা হ্যাসপেলকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। জিনা হলেন সিআইএ’র প্রথম মহিলা পরিচালক।

আরএম/