পররাষ্ট্র সচিব শহীদুল হক এখন জ্যেষ্ঠ সচিব

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে জ্যেষ্ঠ সচিব হিসেবে মনোনীত করেছে সরকার। সোমবার (৩০ জুলাই) রাতে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে নিয়ে জ্যেষ্ঠ সচিব এখন আটজন।

মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রী ‍মুখ্য সচিবদের পরেই জ্যেষ্ঠ সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রী মুমূখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।

জ্যেষ্ঠ সচিব হিসেবে শহীদুল হক ৮২ হাজার টাকা মূল বেতন পাবেন বলে আদেশে বলা হয়েছে।

জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার। ২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান শহীদুল হক। ওই বছরের ১৯ জুলাই সচিব পদে পদোন্নতি পান তিনি।

আরএম/