নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গত কয়েকদিন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কণ্ঠে হতাশার সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার, ২৯ ডিসেম্বর দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় রয়েছে।
এছাড়া নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবেই। শেখ হাসিনার নেতৃত্বে মহাজেট সরকার গঠন করবে।
প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী ৪ আসনে মহাজোট প্রার্থী জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ