‘পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়িত হলে ঢাকার দুর্নাম ঘুচবে’

ঢাকাকে একটি  টেকসই নগরী গড়ে তুলার আশা ব্যক্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ঢাকা ও চারপাশের নদীসমূহের দূষণরোধ ও নাব্যতা রক্ষায় একটি মাষ্টারপ্ল্যান প্রণয়নে সরকার কাজ করছে। ঢাকার প্রাকৃতিক জলাধারসমূহ রক্ষায় ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসকল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়িত হলে ঢাকার বর্তমান দুর্নাম ঘুচবে।’

বৃহস্পতিবার (৫ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংক, ঢাকা আয়োজিত ‘টুওয়ার্ড গ্রেট ঢাকা : নিউ আরবান ডেভেলপমেন্ট প্যারাডিজমইস্টওয়ার্ড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঢাকা বিভিন্ন কারণে বৈশ্বিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের অন্যতম মেগাসিটি হিসেবে ঢাকাকে আধুনিক ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।’

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়ন সহযোগী সংস্থার গবেষক ও নগর পরিকল্পনাবিদরা প্রবন্ধ উপস্থাপন ও বক্তব্য প্রদান করেন।

আরজেড/