যাত্রী চলাচল, সড়কের দৈর্ঘ্য, খোলা জায়গা এবং বর্জ্য ব্যবস্থাপনার কথা মাথায় রেখে পরিকল্পিতভাবে বহুতল ভবনের নকশা তৈরি করতে বৃহস্পতিবার স্থপতিদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি নতুন বহুতল হাউজিং প্রকল্পের বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নেচারাল ভেন্টিলেশন পদ্ধতি এবং যথাযথ বারান্দা রাখার জন্যও তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যদি আপনি (স্থপতি) কোনো বহুতল ভবন প্রকল্পের নকশা করেন তাহলে সড়কের দৈর্ঘ্য, যাত্রীদের চাপ, যানবাহন চলাচলের গতি এবং বর্জ্য ব্যবস্থাপনার কথা মাথায় রেখেই তা করা উচিত।’
প্রধানমন্ত্রী তার কার্যালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের চারটি উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা প্রত্যক্ষ করেন।
তিনি রাজধানীর যত্রতত্র ব্যাঙের ছাতার মতো ভবন নির্মাণ প্রতিরোধ করে জমি রক্ষায় একটি নতুন আইন প্রণয়ন করার ওপর জোর দেন।
হাউজিং প্রকল্প সম্পর্কে হাসিনা বলেন, ‘সবসময় এসির নিচে থাকা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এজন্য ফ্ল্যাটের ভেতরে যথাযথভাবে আলো-বাতাস যাওয়া আসা নিশ্চিত করতে ন্যাচারাল ভেন্টিলেশন পদ্ধতি রাখা প্রয়োজন।’
তিনি প্রস্তাবিত প্রকল্পগুলোর সব পাশের পরিবর্তে একদিকে স্যুয়ারেজ লাইন রাখার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা প্রকল্পগুলো হলো- সরকারি কর্মকর্তাদের জন্য ঢাকার আজিমপুর সরকারি কলোনির মধ্যে বহুতল ফ্ল্যাট ভবন নির্মাণের সংশোধিত মাস্টার প্ল্যান, বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভার জন্য বড় পরিসর রেখে ২০তলা ভবন নির্মাণ প্রকল্প, শের-ই বাংলা নগরে বিশ্ববিখ্যাত প্রকৌশলী লুই আইকানের স্থাপত্যের সঙ্গে সঙ্গতি রেখে ৪৩ একর জমির ওপর বহুতল ভবন নির্মাণ এবং রাজধানীর হাতিরঝিলে ২০তলা বহুমুখী ভবন নির্মাণ।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।
স্থপতি বিভাগের সদ্য বিদায়ী স্থপতি কাজী গোলাম নাসির, রাজউকের প্রধান প্রকৌশলী এ এস এম রায়হানুল ফেরদৌস স্থপতি বিভাগের সহকারী স্থপতি সৈয়দা শাকিলা বিনতে আলম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ