দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের উন্নয়নে অবদান রাখতে আগ্রহী প্রবাসীদেরও স্বাগত জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এনআরবি ইঞ্জিনিয়ার্স কনভেনশনে অনাবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর সুদূর প্রসারী পরিকল্পনা ছিল। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি বঙ্গবন্ধুর অন্যতম বড় লক্ষ্য ছিল। পাকিস্তানের শোষণ-বঞ্চনা ও অর্থনৈতিক শৃঙ্খল মুক্ত করতেই দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন তিনি।
সরকার রপ্তানি বহুমুখীকরণের চিন্তা করছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় দেশের উন্নয়নে অগ্রাধিকার দেয়। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করলেই দেশের উন্নয়ন সম্ভব।
এছাড়া সুদূরপ্রসারী টেকসই অর্থনৈতিক পরিকল্পনায় শোষণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সামাজিক সুরক্ষাই বড় প্রত্যাশা বলে জানান প্রধানমন্ত্রী।
আজকের বাজার/এমএইচ