গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
শুক্রবার সকাল ৭টা থেকে ডিএসসিসি ভবনে কর্মসূচির রেজিস্ট্রেশন শুরু হয়। পরে, সকালে ৮টায় নগর ভবনের সামনে মূল কর্মসূচি শুরু হয়।
স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে 'ডেটল পরিচ্ছন্ন ঢাকা' নামে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও, সহায়তা দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি।
এই কর্মসূচি সফল করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময়ও করেছেন।
আজকের বাজার/আরজেড