পরিচয় নিশ্চিত হওয়ার পর দেশে আনার ব্যবস্থা: রাষ্ট্রদূত

নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর দেশে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

নিহতদের মৃতদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে মাশফি বলেন, জীবিতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আর নিহতদের মধ্যে কারো কারো মৃতদেহ শনাক্ত করা হয়েছে। এয়রলাইন্স ও দূতাবাস উভয়ের প্রচেষ্টায় দ্রুতই সব মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।

এছাড়াও বিধ্বস্ত বিমানের যাত্রীদের স্বজনরা নেপালে পৌঁছেছে, তাদের নিয়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কিছুক্ষণের মধ্যে বিভিন্ন হাসপাতালে যাবেন বলেও জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।

আজকেরবাজার/এস