পরিত্যক্ত ভবনে সয়াবিন তেলের গুদাম

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি পরিত্যক্ত ভবনের গুদামে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সিলগালা করে দেওয়া হয় ‘মা ভিলা’ নামে পরিত্যক্ত ভবনটি।

রোববার বিকেলে রামগঞ্জ পৌরসভার জোড়কবর সংলগ্ন মা ভিলায় অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। অভিযানকালে দেখ যায়, ইউনিকর্ন ডিস্ট্রিবিউশন লিমিটেড নামের একটি কোম্পানির পরিচয়ে রূপচাঁদা তেলের স্টিকার ব্যবহার করে বিপুল পরিমাণ সয়াবিন তেল গুদামজাত করে রাখা হয়।

এ সময় ঐ প্রতিষ্ঠানটির ম্যানেজার হেলাল উদ্দিনের নিকট তেল গুদামজাতের বৈধ কাগজপত্র ও ক্রয়-বিক্রয়ের পরিসংখ্যান উপস্থাপন করতে বলা হয়। কিন্তু প্রতিষ্ঠানটি ম্যানেজার তা দেখাতে পারেননি। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও তেলের গুদাম সিলগালা করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন বলেন, কোম্পানির সাইনবোর্ড না থাকা ও সঠিক কোনো প্রমাণপত্র উপস্থাপন করতে না পারায় কোম্পানির ম্যানেজার পরিচয়দানকারী হেলাল উদ্দিনকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা এবং তেলের গুদামটি সিলগালা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান