আমেরিকায় পুলিশি বর্বরতা এবং বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, মার্কিন সমাজে কাঙ্খিত পরিবর্তন না আসা পর্যন্ত চলমান বিক্ষোভ অব্যাহত থাকবে।
আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর দেশজুড়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, মার্কিন সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় যে বর্ণবাদ ও বর্ণবৈষম্য বিরাজমান রয়েছে তার অবসান ঘটাতে হবে। চলমান বিক্ষোভ আমেরিকার ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিক্ষোভকারীদের অনেকেই বলেছেন, “এই বিক্ষোভ যখন শুরু হয়েছে তা প্রতিদিনই চলবে এবং আপনারা দেখবেন।” তারা আরো বলেছেন, “আমরা চাই মার্কিন সমাজে সংখ্যালঘুদের সঠিক প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হোক। বিক্ষোভ আয়োজকদের অনেকেই পরিষ্কার করে বলেছেন, “কীভাবে বিক্ষোভের বাইরেও আরো কিছু করা যায় আমরা তা নিয়ে ভাবছি। আমরা এসব বিষয় নিয়ে দীর্ঘ মেয়াদে ভাবছি।