পরিবর্তন হলো না ভারত-বাংলাদেশ সিরিজের ম্যাচ সূচি

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগামি ৩ নভেম্বর ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বায়ু দূষণ সত্ত্বেও ভারত-বাংলাদেশের ম্যাচ হবে নির্ধারিত সময়েই। দূষণ বাড়লেও পাল্টাবে না দিল্লি ম্যাচের সূচি।

দিল্লির বর্তমান এমন ধোঁয়াশা পরিবেশ পরিবর্তন না হলে আগামি ৩ নভেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচে শ্রীলঙ্কা দলের মতো মুখে মাস্ক পড়ে মাঠে নামতে হবে।

দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের ব্যাপারে দূষণ নিয়ন্ত্রণ কমিটির কাছে অনুমতি নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর অরুণ জেটলি স্টেডিয়ামে ওই ম্যাচ হওয়া নিয়ে আর কোনও বাধা নেই, বিসিসিআই-র সূত্রের বক্তব্য।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটির কাছ থেকে অনুমতি নিয়েছে বিসিসিআই। এবং তারা বিসিসিআইকে ৩ নভেম্বরকে পরিষ্কার দিন হিসেবে নিশ্চয়তা দিয়েছে, তাই তাদের পরামর্শের পরেই দিল্লিকে ভেন্যু ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে।’

ভারত সফরে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়াও ২টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।