প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বুধবার (১ মার্চ) নৌমন্ত্রী রাজধানীর রাজউক এভিনিউয়ের সড়ক পরিবহন ভবনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, এটা পরিবহন ধর্মঘট না। শ্রমিকদের কর্মবিরতি। আমি তাদেরকে কাজে যোগদানের আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে আইনমন্ত্রী ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তারা পরিবহন মালিক-শ্রমিকদের বাস্তবতা উপলব্ধি করেছেন। তারা আশ্বস্ত করেছেন, উদ্ভূত পরিস্থিতির সমাধানে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে সরকার আইনানুগ সব ধরনের সহযোগিতা করবে। আমি বিশ্বাস করি, এ সিদ্ধান্তের ফলে সারা দেশে চলমান পরিবহন ধর্মঘটের অবসান হবে। মালিক-শ্রমিকরা তাদের কাজে যোগ দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, এনায়েতউল্লাহ, ওসমান ফারুক তালুকদার।
সুত্র: দ্য রিপোর্ট