প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এবারের ঈদুল ফিতর ঘরে গৃহবন্দি হয়েই কাটাচ্ছে হচ্ছে। তবে এটিকে ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি মনে করেন, পরিবারের সাথে এবারের ঈদ উদযাপনের এটিই সবচেয়ে ভালো সুযোগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে মুশফিক লিখেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই।
যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।’