বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন
প্রকাশিত - মে ১৪, ২০১৮ ১:১৯ পিএম
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’।
সোমবার (১৪ মে) মন্ত্রিসভার বৈঠকে নতুন নামটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গে মিলিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নামের সঙ্গে ‘জলবায়ু পরিবর্তন’ যুক্ত করা হয়েছে। এখন এই মন্ত্রণালয়ের নাম- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর ইংরেজি নাম হবে মিনিস্ট্র অব এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ।
রাসেল/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.