পরিবেশ দূষণের কারণে ২০১৯ সালে বিশ্বে প্রায় ৯০ লাখ লোকের অকাল মৃত্যু হয়েছে। বুধবার প্রকাশিত এক বৈশ্বিক রিপোর্টে এ কথা বলা হয়েছে। বাইরের বাতাস থেকে শ্বাস-প্রশ্বাসের কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এবং তারা এই মৃত্যুর সংখ্যা বৃদ্ধির জন্য বাতাসে ‘ভয়াবহ’ বিষাক্ত সীসার উপস্থিতির কথা উল্লেখ করেন।
মানব সৃষ্ট বর্জ্য বাতাস, পানি, মাটি দূষিত করে কিন্তু তাৎক্ষণিকভাবে এতে মানুষ মারা যায় না। পরিবর্তে এটি হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে, ডায়রিয়া অন্যান্য গুরুতর অসুস্থতা সৃষ্টি করে।
দূষণ এবং স্বাস্থ্য বিষয়ক ল্যানসেট কমিশন বলেছে, ‘বিশ্ব স্বাস্থ্যের ওপর দূষণের প্রভাব যুদ্ধ, সন্ত্রাস, ম্যালেরিয়া, এইচআইভি, যক্ষ্মা, ড্রাগ এবং অ্যালকাহোলের চেয়ে বেশী।’
এতে বলা হয়, দূষণ ‘মানব স্বাস্থ্য এবং এই গ্রহের অস্তিত্বের জন্য হুমকি এবং এটি আধুনিক সমাজের স্থায়িত্বকে বিপন্ন করে তোলে।
সাধারণভাবে পর্যালোচনায় দেখা গেছে, ২০১৯ সলে বায়ু দূষণে বিশ্বব্যাপী মোট ৬৭ লাখ লোকের মৃত্যু হয়েছে। এর সঙ্গে জড়িত হয়েছে জলবায়ু পরিবর্তন জনিত মৃত্যু, উভয় ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয়েছে জীবাশ্ম জ্বালানি এবং জৈব জ্বালানি পোড়ানোর কারণে।
গ্লোবাল এলায়েন্স অন হেলথ অ্যান্ড পলিউশন এর রিপোর্টের লিড লেখক রিচার্ড ফুলার বলেছেন, ‘যদি আমরা পরিস্কার ও সবুজায়নের এগোতে না পারি তাহলে বড় ভুল করবো’ তা না হলে রাসায়নিক দূষণ বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠবে।’