পরিস্কার থাকতে পারে আকাশ

মঙ্গলবার সারাদেশে আকাশ পরিষ্কার হয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিঝুম রোকেয়া আহমেদ।

তিনি জানান, ২৪ অক্টোবর মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে মঙ্গলবার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে কোনো রকম সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবানীও নেই।

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর মঙ্গলবার সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘন্টায় সারা দেশের আবহাওয়া সামান্য পরিবর্তিত হতে পারে।

আজকের বাজার:এলকে/এলকে ২৪ অক্টোবর ২০১৭