পরীক্ষায় ফেল করায় তরুণীর আত্মহত্যা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পঞ্চগড়ে শাবনুর আক্তার নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে জেলা শহরের পূর্ব জালাসীপাড়ায় এ ঘটনা ঘটে।

শাবনুর ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে। তিনি পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অকৃতকার্য হওয়ার খবর পেয়ে শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শাবনুর। গত বছরও শুধু ইংরেজিতে অকৃতকার্য হয়েছিলেন তিনি। তাই এবার শাবনুর শুধু ইংরেজি বিষয়েই পরীক্ষা দিয়েছিল।

বিষয়টি টের পেয়ে তাকে জেলা আধুনিক সদর হাসপাতালের নিলে কর্তব্যরত চিকৎসক শাবনুরকে মৃত ঘোষণা করেন।

আজকের বাজার/এমএইচ