ময়মনসিংহের ফুলপুরে দাখিল পরীক্ষায় ফেল করায় মনি আক্তার নামে এক পরীক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। নিহত মনি আক্তার মারাদেওরা গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে। মনি মঞ্জুরুল হকের ২ মেয়ে সন্তানের মধ্যে বড় ছিল।
রোববার দুপুরে উপজেলার আইটকান্দি ইউনিয়নের মারাদেওরা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সুত্রে জানা যায়, মনি আক্তার এ বছর স্থানীয় ইছবপুর দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে। রোববার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়েছে জানতে পেরে নিজ বসত ঘরে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় চিরকুট লিখে রেখে আত্মহত্যা করে।
ইছবপুর দাখিল মাদরাসার দপ্তরী ছাইদুর রহমান জানান, সে ছাত্র হিসেবে ভাল ছিল। তাই হয়ত ফেল করার কষ্ট সইতে পারে নাই।
আজকের বাজার/আর আই এস