ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। বর্তমানে বেশ আলোচনায় আছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। মূলত তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর গত কয়েকদিন আগেই মাদক মামলায় গ্রেফতার হন এই আলোচিত চিত্রনায়িকা। বর্তমানে রিমান্ডে আছেন তিনি।
মাদক মামলা গ্রেফতার হওয়ার পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন ইস্যুতে আলোচনার সৃষ্টি হচ্ছে। সবশেষ একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও বেশ আলোড়নের সৃষ্টি করেছে। এরইমধ্যে এই নায়িকাকে নিয়ে নতুন করে একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
গত ঈদুল আজহায় পরীমনি ৬টি গরু কোরবানি দিয়েছেন। আর সেই গরু দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। সম্প্রতি এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেই খবরকে মিথ্যা বলে দাবি করেছেন সেলিম খান।
তিনি বলেন, ‘পরীমনির সঙ্গে আমাকে জড়িয়ে যে নিউজ করা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন। ব্যক্তিগতভাবে পরীমনির সঙ্গে আমার যোগাযোগ নেই। আমার কোনো সিনেমাতেও উনি অভিনয় করেননি।’
সেলিম খান আরো বলেন, ‘আমি পরীমনিকে গরু দেইনি। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে ৪টি গরু প্রদান করেছি। এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দুটি গরু দিয়েছি। পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত্বাবধানে এসব গরু কোরবানি দেওয়া হয়। এমন সংবাদ প্রকাশ করায় আমি খুবই ব্যথিত হয়েছি।’
ঢালিউডের এ প্রযোজক মনে করেন, তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তার ভাষায়, ‘আমি আমার প্রযোজনা এবং পরিচালনায় সিনেমাগুলো নিয়ে ব্যস্ত। এরই মধ্যে আমাদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় ব্যাপক আলোচিত হয়েছে। ‘আগস্ট ১৯৭৫’ শিরোনামের আরো একটি সিনেমা নিয়ে আসছি আমি। এ অবস্থায় আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্যই এ কাজ করা হয়েছে বলে আমি মনে করি। তবে কাজটি ঠিক হয়নি। অপপ্রচারে আমি কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি।’ তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান