প্রিমিয়ার শেষে পরীমনির প্রশংসায় পঞ্চমুখ তার শাশুড়ি। পরীমনি রান্না করে তাকে খাওয়ান এবং এই অভিনেত্রীর হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ তার অনেক প্রিয় বলেও জানান।
রাজের মা ও পরীমনির শাশুড়ি জাহানারা বেগম বলেন, আমার পুত্রবধূ (পরীমনি) আমাকে নিজের হাতে রান্না করে খাওয়ায়, অনেক মায়া-মহব্বত করে। আমাকে আম্মু বলে ডাক দেয়, আদর-যত্ন করে আবার অনেক খেয়ালও রাখে। এককথায় সে অনেক ভালো।
চরকি প্রযোজিত ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেম হলে মাত্র সাতদিনের ব্যবধানে ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন রাজ-পরী! এরপর দুই পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।
পরীমনি অন্তঃসত্ত্বা হলে বিয়ে ও সংসারে নতুন অতিথি আসার খবর একসঙ্গেই জানান এ তারকা দম্পতি। তাদের একসঙ্গে অভিনয় করা প্রথম সিনেমা ‘গুণিন’ শুক্রবার (১১ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান