কোনো ছবি মুক্তির আগেই দেশীয় ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা পরী মনি।
আগামী ১৫ ডিসেম্বর একযোগে ১৭৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে পরী মনি অভিনীত, মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি। এ খবরে আবারও আলোচনায় এলেন তিনি।
ছবিটির পরিচালক আফসারী জানান, আগামী ১৫ ডিসেম্বর ১৭৫টি সিনেমা হলে একযোগে মুক্তি পাওয়ার মাধ্যমে রেকর্ড গড়তে যাচ্ছে ‘অন্তর জ্বালা’। অবশ্য হল সংখ্যা আরো বাড়তে পারে। কারণ পরী মনিকে নিয়ে সব সময় দর্শকদের আগ্রহের শেষ নেই।
তিনি বলেন, এর আগে সর্বাধিক হলে মুক্তি পাওয়ার তালিকায় মধ্যে শীর্ষে ছিল বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’ছবিটি। সে সময় ১৬৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি। এবার সেটি টপকে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে আমার ‘অন্তর জ্বালা’ছবিটি।
জানা গেছে, নায়ক মান্নার পরিবেশনা সংস্থা কৃতাঞ্জলি চলচ্চিত্র ব্যানারে ‘অন্তর জ্বালা’ ছবিটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান, নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, প্রয়াত খল অভিনেতা মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু ও চিকন আলী।
আজকের বাজার : এমএম / ০৪ নভেম্বর ২০১৭