আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে পর্তুগালের মুখোমুখি নেদারল্যান্ডস।
ম্যাচ শুরু হবে রাত সাড়ে ১২টায়। এছাড়া রাত ১০টায় প্রীতি ম্যাচ খেলবে ফিনল্যান্ড-মাল্টা, বুলগেরিয়া-কাজাখস্তান, আলবেনিয়া-নরওয়ে মাঠে নামবে রাত ১১টায়।
পর্তুগাল আর রোনালদো, বিশ্বফটবলের আকর্ষণ তৈরী করা দল আর তারকা। দুদিন আগেই মিশরকে ২-১ গোলে হারিয়ে সামর্থ্যের পরিচয় পরীক্ষা দিয়েছে বস ফার্নান্দো সান্তোসের ছেলেরা।
বাছাইপর্বের যুদ্ধে হেরে রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে নেই ২০১০ বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস। আপাতত ২০২০ ইউরো ফুটবল টুর্নামেন্টে চোখ রেখে এগুচ্ছে ক্লকওয়ার্ক অরেঞ্জ টিম। ডাচ কোচ কোম্যান বলছেন, পর্তুগালের বিপক্ষে ম্যাচ, নিজেদের খেলার উন্নতি নিরীক্ষার সুযোগ।
এরআগে সবশেষ দুই প্রীতি ম্যাচের মুখোমুখিতে দুবারই ড্র করেছে পর্তুগাল-নেদারল্যান্ডস।
আজকের বাজার/আরজেড