পর্তুগালের প্রেসিডেন্ট শুক্রবার হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছেন। এই ঘোষণা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে করোনাভাইরাস বিধিনিষেধ আবারো কার্যকর হবে।
টেলিভিশনে এক বক্তব্যে প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা বলেন, করোনা সংক্রমণ শুরুর পরে গৃহীত পদÿেপ “করোনার দ্বিতীয় পর্যায়ে সম্পর্কিত জরুরি অবস্থার” এক ডিক্রিতে স্বাÿর করেছেন তিনি। এই ঘোষণা অনুযায়ী আগামী দুই সপ্তাহ করোনা সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।
তিনি বলেন, এটি হবে “অত্যন্ত সীমিত এবং ব্যাপক প্রতিরোধমূলক” তবে “নতুন ব্যবস্থার মধ্যে রয়েছে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ মিউনিসিপালিটিতে নির্দিষ্ট দিন ও সময়ে যানবাহন চলাচলে বিধিনিষেধ।”
কি ধরণের ব্যবস্থা নেয়া হবে তা চূড়ান্ত করার জন্য শনিবার মন্ত্রীসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
করোনার প্রথম ঢেউ শুরু হওয়ার পরে পর্তুগাল ৬ সপ্তাহের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করে।
প্রায় ৭১ লাখ লোক নতুন বিধিনিষেধের আওতায় আসবে এবং লোকদের ঘরে অবস্থান এবং যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে বলা হয়েছে।
পর্তুগালে করোনা সংক্রমণ শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৬৭ হাজার লোক আক্রান্ত হয়েছে এবং ২ হাজার ৭০০ বেশী লোকের মৃত্যু হয়েছে।