পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত

পর্তুগালে আগুন নেভানোর কাজে ব্যবহৃত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছে।
বাজাও দ্বীপে আগুন নেভানোর কাজ শেষে ফেরার পথে হেলিকপ্টারটি পর্তুগালের উত্তরাঞ্চলে ডুরো নদীতে শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বিধ্বস্ত হয়।
জাতীয় নৌ কর্তৃপক্ষের কমান্ডার রুই সিলভা লাম্পেরিয়া সাংবাদ মাধ্যমকে বলেছেন, পাইলট বেঁচে গেছেন। দু’ভাগ হয়ে যাওয়া হেলিকপ্টারের ভেতর থেকে দু’জন এবং এর লেজের কাছ থেকে আরো দ’ুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে পঞ্চম যাত্রী উদ্ধারে কাজ চলছে।
যাত্রীদের সকলের বয়স ২৯ থেকে ৪৫ বছর এবং তারা ইমার্জেন্সি প্রটেকশান এন্ড রেসকিউ ইউনিটের সদস্য।
তবে পাইলট বেসামরিক এবং বয়স ৪৪ বছর। তাকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণে শনিবার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।