পর্দা কেলেঙ্কারি: দুজন কারাগারে পাঠালেন আদালত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বহুল আলোচিত‘পর্দা কেলেঙ্কারি’সংক্রান্ত দুদকের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে এ মামলা হয়।

হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দুপুরের ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সেলিম মিয়ার আদালতে হাজির হলে আসামিদের জামিন না মঞ্জুর করা হয়। জামিন না পাওয়া দুজন হলেন- অনিক ট্রেডার্সের আব্দুল্লাহ আল মামুন ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেন। মামলার আসামি পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী বলেন, বিধি অনুযায়ী আমরা আদালতের কাছে জামিন চেয়েছিলাম, কিন্তু হয়নি। এ বিষয়ে আমরা উচ্চ আদালতে গিয়ে জামিন প্রার্থনা করব।

গত ২৭ নভেম্বর দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়,‘পরস্পর যোগসাজশে অপ্রয়োজনীয় ও অবৈধভাবে প্রাক্কলন ছাড়া বেশি দামে হাসপাতালের যন্ত্রপাতি কেনার মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টা করা হয়’। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান