পর্ন তারকার সাথে ট্রাম্পের সম্পর্ক রয়েছে এমনটি ট্রাম্প অস্বীকার করেছেন বারবার।এবার সেই বহুল আলোচিত পর্ন তারকার বিরুদ্ধেই চুক্তি লঙ্ঘনের দায়ে ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন তিনি।
চুক্তি ভঙ্গের দায়ে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের কাছে ২ কোটি ডলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের অভিযোগ, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস ২০১৬ সালের নির্বাচনের আগে মুখ না খোলা যে চুক্তি করেছিল তা এখন পর্যন্ত ২০ বার লঙ্ঘন করেছেন।মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার নিয়েছেন এই পর্ন্ তারকা। তাই চুক্তি লঙ্ঘনের দায়ে স্টর্মিকে ২কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে।
উল্লখ্য, পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলস দাবি করে আসছিলেন, ২০০৬ সাল থেকেই ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল। এর আগে গত মঙ্গলবার পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস ‘গোপনীয় চুক্তিতে’ স্বাক্ষর না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসের কোর্টে একটি মামলা করেন।
এদিকে তিনি এক বিবৃতিতে বলেছেন, আমার সঙ্গে ট্রাম্পের যে চুক্তি হয়েছিল, তা বাতিল হয়ে গেছে। তার সাথে আমার গোপন সম্পর্কের বিষয়ে আমি এখন প্রকাশ্যে আলোচনা করতে পারি।
আজকের বাজার/আরজেড