করোনাভাইরাসের সংক্রমণরোধে লকডাউন ঘোষণা করা হয়েছে পর্যটন নগরী কক্সবাজারকে।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিশ্চিত করেছেন। অন্য জেলা থেকে কক্সবাজারে যানবাহন প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা লকডাউন ঘোষণা করা হয়। সচেতনতা বাড়াতে করা হচ্ছে মাইকিং। শহরের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গাজীপুরে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকান। মাদারীপুরের বিভিন্ন সড়ক-মহাসড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। এদিকে আগামীকাল লকডাউন হবে নরসিংদী জেলা।
আজকের বাজার/লুৎফর রহমান