পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানী আগামী সপ্তাহে তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করেছে। এসব কোম্পানি ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছর শেষে তাদের পর্ষদ সভা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিগুলো পর্ষদ সভায় আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে । একই সঙ্গে কোম্পানিগুলো সমাপ্ত হিসাব বছরের প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যার, ইস্টার্ন হাউজিং আগামী ১৭ সেপ্টেম্বর, ডরিন পাওয়ার, ইভিন্স টেক্সটাইল, আরগন ডেনিম, এপেক্স ফুটওয়্যার ২০ সেপ্টেম্বর এবং নদার্ণ জুট ২৩ সেপ্টেম্বর পর্ষদ সভা করবে।