অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গত ১৪ নভেম্বর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ বসত তা স্থগিত হয়।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি উক্ত সভায় গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বলে জানা যায়।