পলাতক আসামিদের দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে: মন্ত্রী

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দণ্ডিত আসামিদের মধ্যে যারা বিদেশে পলাতক রয়েছে তাদের দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বুধবার (১০ অক্টোবর) রায়ের পর সচিবালয়ে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ন্যায় বিচার হয়েছে। আমি এ রায়ে অবশ্যই সন্তুষ্ট।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিচারে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পুরো জাতি। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে যেমন কলঙ্কমুক্ত হয়েছিল জাতি, আজ ২১ আগস্টের গ্রেনেড হামলার রায়েও ফের জাতি কলঙ্কমুক্ত হলো।’

উল্লেখ্য, বুধবার দুপুরে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করে দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন।

রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

এছাড়া এই মামলায় বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

২১ আগস্ট ঘটনায় পৃথক মামলায় বিএনপির তারেক রহমান, লুৎফুজ্জামন বাবরসহ মোট আসামির সংখ্যা ৫২ জন।

এর মধ্যে তিনজন আসামির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদেরকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে। তারা হলেন- জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান ও শরীফ সাহেদুল আলম বিপুল।

বাকি ৪৯ আসামির মধ্যে বিএনপি নেতা তারেক রহমান, হারিছ চৌধুরীসহ ১৮ জন পলাতক। লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ ২৩ জন আসামি কারাগারে এবং আটজন জামিনে রয়েছেন।

আজকে বাজার/এমএইচ