গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে ৭ জন বাসের যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১৬ মার্চ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ বাদল জানান হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে নিলফামারী যাচ্ছিল। পথে উপজেলার দুবলাগাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসটি রাস্তার পাশে উল্টে যায়।
আজকেরবাজার/এস,এম শাহাদৎ হোসাইন/গাইবান্ধা/