পলিথিন থেকে পরিবেশকে বাঁচতে পলিথিন দিয়ে তৈরি ব্যাগ ও মোড়কের উপর ৫ শতাংশ সম্পূরক কর আরোপ করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জুন) আগামী অর্থবছরের জন্য লিখিত বাজেট প্রস্তাবনায় এ প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, পাটের ব্যবহার বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার স্বার্থে পলিথিলিনের ব্যবহার কমানোর জন্য সকল ধরণের পলিথিন ব্যাগ, প্লাস্টিক ব্যাগ (ওভেন প্লাস্টিক ব্যাগসহ) ও মোড়ক সামগ্রীর উপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।
আজকের বাজার/এমএইচ