রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত জামান টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ জানান, পুরানা পল্টনের ৩৭/২ জামান টাওয়ারে আগুনের খবর পেয়ে ৪টি ইউনিট পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আছে। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও কিছু সময় লাগবে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮