রাজধানীর পুরানা পল্টন এলাকার দৈনিক বাংলা মোড়ের কাছে ডিআর টাওয়ারে বৃহস্পতিবার আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, ১৯ তলা ভবনের ১২ তলায় দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ অনুসন্ধানে তারা চেষ্টা করছেন বলে জানান এ কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ