রাজধানীর পল্টনে সোমবার ভোরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন।
আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে পল্টন মোড় এলাকায় যাত্রাবাড়ী-গাবতলী রুটের চলাচলকারী ৮নম্বর পরিবহন ও শিখর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদেরকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
রাসেল/