জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত থাকলেও স্থান পরিবর্তন করে তা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচিটি পালন করছে বিএনপি। মঙ্গলবার সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হয়।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলো তারা। কাল রাতে স্থান পরিবর্তনের করে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় দলটি। তবে সে সিদ্ধান্তও পরিবর্তন হয়।
মঙ্গলবার সকালে রিজভী জানিয়েছেন, ডিএমপি কমিশনার তাদের আজকের কর্মসূচি পল্টনে দলীয় কার্যালয়ের সামনে করতে বলেছেন। এই জন্যই আমরা এখানে করছি।
দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছে তারা।
আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮