পল্লবীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন।

বুধবার ১৯ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুর রহমান জানান, পেশায় তিনি কাপড় ব্যবসায়ী। মিরপুর ১০ ঝুটপট্টি এলাকার বাসা থেকে কাপড় কেনার জন্য বের হন।পল্লবী থানার দক্ষিণ পাশে চারলেন রাস্তা নামক স্থানে পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার পেটে ও পিঠে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা ৪২ হাজার টাকা ও একটি মোবাইল ছিনতাই করে নিয়ে যা্য়। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহত আব্দুর রহমান বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজকের বাজার: আরআর/ ১৯ জুলাই ২০১৭