পল্লী উন্নয়নে সিরডাপের আন্তর্জাতিক পদক পেল কুমিল্লার বার্ড

পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য আন্তর্জাতিক সংস্থা সিরডাপের আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘পল্লী উন্নয়ন, গ্রিন রেভ্যুলিউশনসহ বিভিন্ন কর্মকান্ডে বার্ড প্রত্যক্ষ অবদান রাখায় সিরডাপের গভর্নিং বডির উপস্থিতিতে ১৫টি দেশের প্রতিনিধিদের সভায় বার্ডকে এ পদক দেওয়া হয়েছে।’

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিরডাপ ২০২১ সালে সংস্থাটির প্রথম প্রধান নির্বাহী আজিজ-উল-হকের সম্মানে এ অ্যাওয়ার্ড চালু করে। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অ্যাওয়ার্ড পান। ১৯৫৯ সালে যাত্রা শুরু করা বার্ড স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান