মংলা উপজেলায় সুন্দরবনের পশুর নদীতে একটি কার্গো ডুবির ঘটনায় বৃহস্পতিবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সর্দার শামসুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে নদীর হারবানিয়া পয়েন্ট থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল।
নিহতরা হলেন- হালদিবুনিয়ার মোসলেম উদ্দিনের ছেলে শাহ আলম (৩৫) এবং লাবানছড়া উপজেলার সিরাজুলের ছেলে জুয়েল (৩৫)।
গত মঙ্গলবার রাতে ‘এলএল হারদ্দা’ নামের সারবোঝাই কার্গোটি নদীর হারবানিয়া পয়েন্টে সার খালাস করার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এরপর থেকে তিন ব্যক্তি নিখোঁজ ছিলেন।
সূত্র – ইউএনবি