ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে মঙ্গলবার ইসরাইলী বাহিনীর হামলায় চার ফিলিস্তিনী নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নাবলুসে ইসরাইলী বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনী নিহত ও ১৯ জন আহত হয়েছে।
এর পর মন্ত্রণালয় আরো জানিয়েছে, রামাল্লায় একই সময়ে ইসরাইলী বাহিনীর গুলিতে আরো এক ফিলিস্তিনী নিহত হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাসমূহের সাথে দেয়া এক যৌথ বিবৃতিতে ইসরাইলী সেনাবাহিনী এ হামলার কথা নিশ্চিত করে বলেছে, বিস্ফোরক তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন গোপন এপার্টমেন্টে তারা অভিযান পরিচালনা করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, লায়ন ডেন সন্ত্রাসী গ্রুপের মূল কার্যক্রম এই স্থাপনায় চালানো হ্িচ্ছল।
ফাত্তাহ, হামাস ও ইসলামিক জিহাদের সাথে সংশ্লিষ্ট ফিলিস্তিনী তরুণ যোদ্ধাদের দ্বারা এই লায়ন ডেম গঠিত।