ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ২১ হাজার এটিএম বুথে টাকা উঠছে না। এই সমস্যা থাকবে আগামী ৪৮ ঘণ্টা। বেতনবৃদ্ধি সহ ব্যাংক-কর্মীদের একাধিক দাবিতে গোটা ভারতে ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়েছে এই পশ্চিমবঙ্গে ।
এই ৪৮ ঘণ্টার এই ব্যাংক ধর্মঘটের কারণে রাজ্যের আমজনতা পড়েছেন দুর্ভোগে। অনেকের আবার মাসের বেতন ৩০ ও ৩১ তারিখের মধ্যেই জমা হয়। তারাও টাকা তুলতে পারছেন না।
ভারতের ৯ ব্যাংকের সম্মিলিত সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন ডাক দিয়েছে এ ধর্মঘট। আর যার ফলে ৩০ মে এবং ৩১ মে এই দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে পুরো রাজ্যের বিভিন্ন ব্যাংকের ৯ হাজার ৮০০টি শাখা বন্ধ থাকবে।
আজকের বাজার/আরআইএস