পশ্চিমবঙ্গে ছিনতাইকারীর কবলে পড়েছে বাংলাদেশি ৬ পর্যটক।
সোমবার (২ জুলাই) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অদূরে নিউ টাউন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, ধনঞ্জয় সানা এবং তার আরও পাঁচ বন্ধু নিউ টাউনের তারুলিয়ায় শ্যামল ঢালীর মামার বাড়িতে ঘুরতে যান। তবে কলকাতায় এসেই ছিনতাইয়ের শিকার হন তারা। তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত লুট হওয়া টাকা না পাওয়া গেলেও, ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আরজেড/