ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভয়াবহ বোমা বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরমপুরে। বিস্ফোরনে কার্যালয়টি পুরো গুঁড়িয়ে যায়। এতে আহত হয়েছে আরো চারজন। আহতদের মধ্যে তৃণমূলের তিন কর্মী এবং পার্শ্ববর্তী বাড়ির এক বাসিন্দা রয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ওই কর্মীদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দলীয় কার্যালয়টিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বিরোধীরা। এই বিস্ফোরণে অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা।
জানা গেছে, বৈঠক উপলক্ষে দলীয় কার্যালয়ে জড়ো হয়েছিলেন নেতা-কর্মীরা। বিস্ফোরণের পর দলীয় কার্যালয়টি কার্যত ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। ঘটনার সময় কার্যালয়ের ভিতরে বেশ কয়েকজন তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। বাইরেও কয়েকজনের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। ভিতরে যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকেই বিস্ফোরণের ফলে মারাত্মক আহত হয়েছেন। কার্যালয়ের বাইরের কর্মীদের আঘাত সম্পর্কে এখনও পর্যন্ত কোনও খবর নেই।
তৃণমূল কংগ্রেস নেতাদের অভিযোগ, বিরোধীরা কার্যালয়ের বাইরে থেকে বোমা ছুঁড়েছে।
যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধীরা। তাদের একাংশের পাল্টা অভিযোগ, তৃণমূল কার্যালয়ের ভিতরে শক্তিশালী বোমা মজুত করা ছিল। আচমকা মজুত বোমার কয়েকটি ফেটে যাওয়াতেই বিপত্তি। আবার এও অভিযোগ, বিস্ফোরণের সময় দলীয় কার্যালয়ের ভিতরে বোমা তৈরি করছিলেন তৃণমূলের কর্মীরা। সেই সময় আচমকা বোমা ফাটতেই বিস্ফোরণ ঘটে। দলীয় কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা সামনে এলে দলের ভাবমূর্তি খারাপ হতে পারে, তাই বিরোধীদের দিকে অভিযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশের দাবি, শক্তিশালী কোনও বিস্ফোরণ ঘটেছে। নাহলে পুরো কার্যালয়টির এমন বিধ্বস্ত হত না। তদন্ত শুরু হয়েছে।