পশ্চিমবঙ্গে শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

ভারতে পশ্চিমবঙ্গের হাওড়ায় অবৈধভাবে প্রবেশের সময় শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে জেলার মছলন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তার দালালের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের জম্মু-কাশ্মীরে যাচ্ছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাওড়া জেলার মছলন্দপুর বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

বুধবার (১১ জুলাই) তাদের বারাসাত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আটকরা হলেন- জসিম (৪৫), হোসেনে আরা (১৮), রাহিদা খাতুন (১৮), মমতাজ বেগম (২২) এবং মমতাজের দুই শিশু রহমান (৩) ও ফাতেমা (৫)।

আজকের বাজার/আরআইএস