ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তার পানি বণ্টন নিয়ে আন্তরিক হলেও পশ্চিমবঙ্গ সরকারের সম্মতি ছাড়া পানি বন্টন সম্ভব নয় বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
তিনি বলেন, এ জন্য বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার কথাও বলছি।খবর ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া।
সোমবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ২০১৭ সালে শেখ হাসিনার দিল্লি সফরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, সেটাকে কাজে লাগানো যায় কিনা, তা এখন খতিয়ে দেখা হচ্ছে। ওই প্রস্তাবটা ছিল তিস্তা বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্য তিনটি নদী থেকে একই পরিমাণ পানি বাংলাদেশে পাঠানোর।
রাসেল/