রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেন সংঘাতের ‘সূচনাকারী ও উসকানিদাতা’ হিসেবে অভিহিত করেছেন।
সাংবাদিক ও টিভি উপস্থাপক পাভেল জারুবিনকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের ‘সংঘাতের সূচনাকারী ও উসকানিদাতা অভিহিত করে পুতিন বলেন, তারা আজ আরও লক্ষাধিক অস্ত্র-শস্ত্র, হার্ডওয়্যার এবং আরও অনেক কিছু হস্তান্তর করছে অথচ তারা ভান করছে যে এতে তাদের কোনো হাত নেই। খবর বার্তা সংস্থা তাস’র।
পুতিন বলেন, সশস্ত্র অভ্যুত্থানের সূচনা তখনই হয় যখন আমাদেরকে ক্রিমিয়ার জনগণকে রক্ষা করতে বাধ্য করা হয়েছিল এবং এইভাবেই আমরা ডনবাসকে সমর্থন দিয়ে যাই।
ইউক্রেনের সাবেক নেতৃত্বও কিছু ভুলের জন্য দায়ী উল্লেখ করে পুতিন বলেন, তবে তা ইউক্রেনের অভ্যন্তরীণ ব্যাপার।
পশ্চিমারা কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ করে সমস্ত সীমা রেখা অতিক্রম করছে বলে মত দেন পুতিন। ২০১৪ সালের প্রথম থেকেই অভ্যুত্থানকে সহায়তা করে তারা সীমা অতিক্রম করেছিল বলেও উল্লেখ করেন তিনি।