পশ্চিমারা আবারো হামলা চালালে নৈরাজ্য: পুতিন

পশ্চিমারা আবারো সিরিয়ায় হামলা চালালে বৈশ্বিক গোলযোগ তৈরি হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে টেলিফোন আলাপে এই সতর্ক বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এর আগে গত শুক্রবার বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে নিজের নাগরিকদের ওপর রাসায়নিক হামলার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পুতিন বলেন, জাতিসংঘ সনদের লংঘন করে এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে তা বিশ্বের জন্য হুমকি।

এদিকে ক্রেমলিনের এক বিবৃতিতে জানায়, পশ্চিমাদের এই হামলা সিরিয়ায় গত ৭ বছর ধরে চলমান গৃহযুদ্ধের অবসানে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে পুতিন ও রুহানি একমত হয়েছেন।

এস/