মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ’র প্রধান মাইক পম্পেও বলেছেন, পশ্চিমা দেশগুলোর ওপর গোপন প্রভাব বিস্তারে চীন সচেষ্ট্ রয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য চীন রাশিয়ার মতোই বড় হুমকি বলে মন্তব্যও করেন তিনি। বার্তা সংস্থা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পম্পেও।
এই গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব নেয়ার আগে মাইক পম্পেও মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টির কট্টর সদস্য ছিলেন। ওই সাক্ষাৎকারে উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তথ্য চুরি এবং শিক্ষাঙ্গন ও হাসপাতালগুলোতে অনুপ্রবেশের চেষ্টা করেছে চীন। তাদের এই প্রচেষ্টা এখন যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে বিস্তৃত হয়েছে।
মাইক পম্পেও বলেন, ২০১৮ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করতে পারে। তিনি বলেন, ‘দুই অর্থনীতির (রাশিয়া ও চীন) বিষয়টা ভাবুন। এ ক্ষেত্রে চীনের সক্ষমতা বেশি।’
আজকের বাজার:এসএস/৩১জানুয়ারি ২০১৮