প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের বিরতিহীন ফ্লাইট চালু হয়েছে।
বিশেষ ডিজাইনে নির্মিত নতুন ক্যানটাস ড্রিমলাইনার, পশ্চিম অষ্ট্রেলিয়ার পার্থ থেকে টানা ১৭ ঘন্টা ফ্লাই করে লন্ডনের পৌঁছানোর উদ্দেশে শনিবার রাত্রে ছেড়েছে।
এখনো পর্যন্ত এশিয়া ও মধ্যপ্রাচ্যে বিরতি নিয়ে যে ফ্লাইটগুলো যাত্রা করতো সরাসরি এ যাত্রায় যাত্রীরা তার চেয়ে তিন থেকে পাঁচ ঘন্টা আগে যুক্তরাজ্যে পৌঁছাতে পারবে। খবর সিহুয়া’র।
অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ মন্ত্রী স্টিভেন সিয়োবো বলেন, অস্ট্রেলিয়ার পর্যটন শিল্পে এই ফ্লাইট এক নব যুগের সূচনা করলো।
এমআর/